খাস কলকাতায় অগ্নিকাণ্ড। মধ্যরাতে আগুন লাগে উত্তর কলকাতার নিমতলার মহর্ষি দেবেন্দ্র রোডের একটি কাঠের গুদামে। প্রায় ২০টির-ও বেশি দমকলের ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। একাধিক সিলিন্ডার বিস্ফোরণ। অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত প্রায় ১৭টি পরিবার।
বেলা ১০টার পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কালো ধোঁয়ায় ঢাকা গোটা এলাকা। দাহ্য বস্তুর উপস্থিতিতে আগুন ছড়িয়ে পরে পার্শ্ববর্তী এলাকাতেও।