কলকাতা: নৈহাটি আবারও তৃণমূল-ময়। জয়ের মেজাজ কর্মীদের মধ্যে সকাল থেকে। মহারাষ্ট্র বিধানসভা ধরে রাখলেও বাংলায় উপনির্বাচনে বিজেপিকে কার্যত প্রত্যাখ্যান করল জনগণ। মহারাষ্ট্র নিয়ে খুব বেশি চিন্তিত নয় তৃণমূল। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিককে ভোট নিয়ে প্রশ্ন করা হলে তার উত্তর, ‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। মা-মাটি-মানুষকে নতজানু হয়ে প্রণাম।’
পাশাপাশি মহারাষ্ট্র ঝাড়খণ্ড নিয়ে প্রশ্ন করা হলে পার্থ-র উত্তর, ‘মহারাষ্ট্র যদি বিজেপির হয়, তবে ঝাড়খণ্ড ইন্ডি জোটের। আর পশ্চিমবঙ্গে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়।’