পুষ্পা টু-এর প্রোমোশনে হট্টগোল। ভিড় সামলাতে ব্যর্থতা। পদপিষ্ট হয়ে ৪ ডিসেম্বর মৃত্যু হয় এক মহিলার। তার পরিবারের তরফে পুষ্পা-২ খ্যাত আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার গ্রেফতার আল্লু অর্জুন।
শুক্রের দুপুরেই হায়দরাবাদের চিক্কাদপল্লী থানায় নিয়ে আসা হয় অভিনেতাকে। দুপুর ৪টেয় আদালতে পেশ করা হবে আল্লুকে।