হঠাৎ ঝড়ে দীঘা নন্দকুমার জাতীয় সড়কের ওপর ভাঙলো বড়সড় বাঁশের গেট। কাঁথির নাচিন্দায় গেট ভেঙে বন্ধ হয়ে যায় যানচলাচল।ঘটনাটি ঘটে আজ বিকেলে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ে বাঁশের গেট।স্থানীয় দোকানদার এবং পথ চলতি মানুষজন এসে ভাঙা গেট সরানোর কাজে হাত লাগায়। কেউ আহত না হলেও ভাঙা গেট রাস্তায় পড়েবেশ কিছু সময় যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের নাচিন্দায় বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে ভাঙা গেট সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
দিঘায় ভাঙল গেট
