আগুন খেলো সর্বস্ব!

Spread the love

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বাড়ি সহ সম্পূর্ণ সংসার। সঠিক সময় পৌঁছয়নি দমকল। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।
মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা-২ ব্লকের অন্তর্গত বাড়িয়ানগর পাগলপুর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি গরীব পরিবারের স্বপ্ন। রান্নার অরুন থেকেই এই আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা নামাজে ছিলেন। নামাজের পরে খাবার রান্নার জন্য অরুনে আগুন জ্বালানো হয়। এমন সময় হঠাৎ একটি বাতাসের ঝাপটা এসে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তা ভয়ঙ্কর রূপ ধারণ করে।

এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় সংসারের যাবতীয় আসবাবপত্র সহ প্রায় লক্ষাধিক টাকার সম্পত্তি। পরিবারের সদস্য পিয়ারুল শেখ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, “দিন আনি দিন খাই, সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল আমাদের জীবন। আমরা চাই সরকার আমাদের পাশে দাঁড়াক, আর্থিক সহযোগিতা করুক।”

এই ঘটনার পরে পুরনো এক প্রশ্ন আবার উঠে এসেছে – ভগবানগোলা-২ ব্লকে এখনও পর্যন্ত কেন নেই কোনও দমকল কেন্দ্র? এলাকার মানুষ বহুদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন। প্রতি বিধানসভা এবং লোকসভা নির্বাচনের সময় নেতারা প্রতিশ্রুতি দেন দমকল কেন্দ্র স্থাপনের, কিন্তু আজও তা কেবল কথার কথাই রয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, “নেতা-মন্ত্রীরা নির্বাচনের সময় বলেন দমকল কেন্দ্র করে দেবেন। কিন্তু কোথায় দমকল? আজ এই ঘটনার পর কেউ এল না, দমকল তো দূর অস্ত!”

এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানান। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সাহায্য করার আবেদন জানান এলাকাবাসীরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *