সীমান্তে অনুপ্রবেশ করিয়েছে BSF…কেন্দ্র-রাজ্য সংঘাত তো এতদিন ছিলই, এবার রাষ্ট্রের নিরাপত্তা নিয়েও সংঘাত চরমে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে একের পর এক বহিরাগতর ধরপাকড়। তারই মধ্যে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকায় ভর্ৎসনা অভিষেকের। পশ্চিমবঙ্গ পুলিসের সহযোগিতা ছাড়া কোনও জঙ্গি ধরা পড়ত না। জঙ্গি অনুপ্রবেশ করিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উঃ ২৪ পরগনা, মুর্শিদাবাদ-সহ রাজ্যের একাধিক অংশে কাঁটাতার বসাতে রাজ্য সরকারের গা ঢিলেমিকে দায়ী করছেন বিরোধীরা। এদিকে বিএসএফের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের ডিজি
রাজ্য প্রশাসনের অধিকাংশ এবং শাসকদলের শীর্ষ নেতৃত্ব ধরেই নিয়েছে বিএসএফের গাফিলতি রয়েছে সীমান্তে। আর রাজ্যের দায়? এক হাতে কি তালি বাজে? জঙ্গি অনুপ্রবেশ কারা করায়, সবাই জানে। খাগড়াগড় টেনে রাজ্য সরকারকে তুলোধোনা করলেন সুকান্ত মজুমদার
নিজের স্বার্থকে বাঁচাতে কেন্দ্র সরকার বা কেন্দ্রের বাহিনীকে দোষারোপ। পাল্টা শোনালেন দিলীপ
বিজেপি বিরোধী তৃণমূলও, আবার কংগ্রেসও। ফারাক চিন্তাভাবনায়। বিএসএফ বা পুলিস কেউ ভারত-বিরোধী কাজ করবে না। বাহিনীতে বিশ্বাসী অধীর। পাল্টা কেন্দ্র-রাজ্য আঁতাত টানলেন সেলিম।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মমতা-অভিষেক দুই স্রোতের কথা হেডলাইন হলেও, বিএসএফ বিরোধী কথা যেন মিলিয়ে দিল দুজনের মন্তব্য।
Abhishek Banerjee: BSF জঙ্গি ঢোকাচ্ছে বাংলায় অশান্তি ছড়াতে
