পাহেলগাঁও ঘটনার জেরে বেজায় ক্ষুব্ধ মোদী সরকার। সন্ত্রাসবাদকে দমন করার জন্য কূটনৈতিক স্তরে পাকিস্তানকে জব্দ করতে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত পাকিস্তানিকে। ২৭ তারিখ পর্যন্ত ডেড লাইন বেঁধে দিয়েছে ভারত সরকার।
সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, আটারি সীমান্ত ও ওয়াঘা সীমান্ত দিয়ে প্রায় ২৭২ জন নাগরিক ভারত ছেড়েছেন। পাকিস্তান থেকে প্রায় ৬৩০ জন নাগরিক পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত হয়ে ভারতে ফিরেছেন। এই নির্মম সন্ত্রাসবাদী হামলার জেরে ভারতে থাকা সমস্ত পাকিস্তানিদের ভারত ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের থাকা সমস্ত ভারতীয়দেরও তো ভারতে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এক সরকারি আধিকারিক বানিয়েছেন বেশ কয়েকজন পাকিস্তানী নাগরিক পাক নাগরিক বিমানেও ভারত ছেড়েছেন। বর্তমানে সরাসরি ভারত পাক বিমান সেবা বন্ধ তাই তারা অন্য দেশ হয়ে ফিরতে পারবেন।
তবে পাকিস্তানি নাগরিক দীর্ঘমেয়াদী ভিসায় ৫০৫০ জন মহারাষ্ট্রে রয়েছেন। এদের মধ্যে ১০৭ জনের হদিস এখনো পাওয়া যাচ্ছে না। ১০০০ পাকিস্তানি নাগরিক স্বল্প মেয়াদী ভিসায় মহারাষ্ট্রে রয়েছেন। সকলকেই দেশ ছাড়া নির্দেশ ভারত সরকারের।