২০২৩ সালে বিয়ে হওয়ার কথা ছিল। ইচ্ছে থাকলেও হাতের রেখায় ছিল না। নিয়তি কেড়ে নিয়েছে ঐন্দ্রিলাকে। শত চেষ্টা, প্রার্থনা, বিজ্ঞান, ভালোবাসা, বিশ্বাসের সুতো ছিঁড়ে মায়া কাটিয়েছেন ঐন্দ্রিলা শর্মা।
২ বছর হয়েছে মেয়ে নেই। মা কাঁদে, হয়তো চোখ ভেজে না এখন আর। বাস্তব শক্ত করেছে। মুখ খুলেছেন এক সংবাদমাধ্যমের কাছে। মেয়ে নেই, কিন্তু সব্যসাচী যোগাযোগ রেখেছেন। অন্য মেয়েদের কোনও পরামর্শের প্রয়োজন হলে সব্যসাচী সাহায্য করে। চাপা স্বভাবের ছেলে। সামাজিক মাধ্যমের থেকে দূরে বছর দুয়েক হল। না পাওয়া ভালোবাসা বুকে জড়িয়ে চলেছে ছেলেটা। একটা মানুষের শূন্যতা তো কাটিয়ে ওঠা যায় না।