Aishwarya Rai Bachchan: নাম থেকে ‘বচ্চন’ সরালেন ঐশ্বর্য?

Spread the love

indinews24 কলকাতা: বিবাহ বিচ্ছেদ। ঐশ্বর্য অভিষেকের বিবাহ বিচ্ছেদের পথে? বেশ কয়েক মাস ধরে লাগাতার ডিভোর্সের গুঞ্জন। সেই গুঞ্জন অন্য মাত্র পেল দুবাইয়ে। গ্লোবাল উইমেন্স ফোরামে মহিলা ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখলেন ঐশ্বর্য রাই। কিন্তু নামের পাশে নেই বচ্চন!

ভিডিও সৌ: সামাজিক মাধ্যম

মঞ্চের স্ক্রিনে ইন্টারন্যাশনাল স্টার হিসেবে উঠল বিশ্ব সুন্দরীঐশ্বর্য রাইয়ের ছবি। জ্বলজ্বল করল নাম ‘ঐশ্বর্য রাই’। পাশে লেখা নেই বচ্চন। তবে কি সত্যিই এবার নামের পাশাপাশি জীবন থেকে বচ্চন পরিবারকে মুছতে চলেছেন ঐশ্বর্য?
২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঐশ্বর্য। তারপরই রাই পদবির সঙ্গে জুড়েছিলেন বচ্চন পদবি। ২০১১ সালে কন্যা আরাধ্যার জন্ম। তারপর কয়েক বছর যেতেই মেয়েকে নিয়ে ঐশ্বর্যর আলাদা হয়ে যাওয়া, পরবর্তীতে বাগদানের আংটি না থাকা – ইত্যাদি একাধিক গুঞ্জন ভেসেছে। অভিষেক বচ্চনের নাম জড়িয়েছে অভিনেত্রী নিম্রত কৌরের সঙ্গে। আর তাতেই এবার ঘৃতসংযোগ করল ঐশ্বর্যের নামের পাশ থেকে বচ্চন পদবি সরে যাওয়া।

indinews24.com


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *