রাস্তা থেকে ১০ বছরের এক ছেলেকে কিডন্যাপের চেষ্টার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের গেঁওখালিতে চাঞ্চল্য। অপহৃতের চিৎকারে মানুষজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে সূত্র মারফৎ জানা যায়। তাদের পাকড়াও করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, পুর্ব মেদিনীপুরের গেঁওখালি বাস স্ট্যান্ডের কাছে এক কিশোরের মুখ চেপে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এই চেষ্টা করেন বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই সময় ওই কিশোর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে।
পালিয়ে যাওয়ার চেষ্টায় গেঁওখালি নুরপুর ফেরি ঘাটের লঞ্চে উঠে যায় দুষ্কৃতীরা। তবে স্থানীয়দের চেষ্টায় ধরা পড়ে অভিযুক্তরা। অভিযুক্তদের পাকড়াও করে মারধর করে উত্তেজিত জনতা। উদ্ধার কিশোর।
পরে পুলিশ আসে ঘটনাস্থলে। অপহরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশ। অভিযুক্তদের শাস্তির দাবিতে গেঁওখালী পুলিশ ফাঁড়িতে স্থানীয়রা বিক্ষোভ দেখায়।