Amit Shah: রাতেই রাজ্যে অমিত শাহ, সঙ্গে সুকান্ত – লোকসভার পর দ্বিতীয় সফর, দলীয় কর্মসূচি নেই! বঙ্গ বিজেপির হাল ছাড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী?

Spread the love

 

কলকাতা: আম্বেদকর ইস্যুতে ফুঁসছে তৃণমূল কংগ্রেস। এরই মাঝে বাংলায় পা স্বরাষ্ট্রমন্ত্রীর। লোকসভা নির্বাচনে ৩৫ এর টার্গেট কমিয়ে ৩০ করেছিলেন। তাও পূর্ণ করতে ব্যর্থ বঙ্গ বিজেপি। বরং আসন সংখ্যা কমেছে বেশ ভালোই। গম্ভীর মুখে বৃহস্পতিবার রাতেই বাগডোগরা বিমানবন্দরে নেমেছেন শাহ। সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজু বিস্ত, সাংসদ দৌড়ে পরাজিত নিশীথ প্রামাণিক।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এবারের বঙ্গ সফরে বিজেপির হয়ে কোনও কর্মসূচি নেই অমিত শাহ-র। জানা যাচ্ছে, নেপাল এবং ভুটানের সীমান্ত রক্ষাকারী সশস্ত্র পুলিশ বাহিনী ‘সশস্ত্র সীমা বল’ বা এসএসবি-র আজ প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে প্যারেড এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। রাতে ছিলেন এসএসবির সদর দফতরে। সারাদিন এই কর্মসূচির পর দুপুর ৩টে ফিরবেন দিল্লি। সূত্র বলছে, সদস্যতা অভিযানেও বেশ অনেকটাই পিছিয়ে বঙ্গ বিজেপির বহু নেতৃত্ব। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-রা শত চেষ্টা করলেও ফলাফল বারবার বিমুখ। ফলে বাংলায় বিজেপির অস্তিত্ব নিয়ে সংকট যেন ক্রমশই জোরালো হচ্ছে। এরই মধ্যে অমিত শাহের ঝটিকা সফরে নেই দলীয় কোনও বার্তা বা বৈঠক।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *