আত্মহত্যার চেষ্টা ফের কলকাতা মেট্রোয়। ফলে দমদম থেকে কবি সুভাষগামী ডাউন মেট্রো পরিষেবা বন্ধ হয়ে গেল রাত ন’টা নাগাদ। এই ঘটনার জেরে আপ লাইনেও মেট্রো চলাচল অনিয়মিত।
এই ঘটনার জন্য যাত্রীরা পড়েন বিপাকে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ গামী মেট্রো এম জি রোড স্টেশনে প্রবেশ করা মাত্র লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক বয়স্ক ব্যক্তি। খবরটা মাত্র সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। মেট্রো থেকে যাত্রীদের নামিয়ে শুরু হয় উদ্ধার কাজ। স্টেশনের আধিকারিকরা ছুটে আসেন। রাত দশটা ১৩ মিনিট নাগাদ ওই ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তারপর পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়।
৪৫ মিনিট পরিষেবা বন্ধ থাকায় যাত্রীরা পড়েন বিপদে। স্টেশনে স্টেশনে ভিড় বাড়তে থাকে। তাড়াহুড়ো করে অনেকেই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এসে সড়কপথে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেন। যদিও আপ লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার পর যাত্রীদের কিছুটা সুরাহা মেলে।