পলিটিশিয়নদের চেয়ার ছাড়তে নেই। বোলপুরে দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক সেরে ইঙ্গিপূর্ণ মন্তব্য সাংসদ শতাব্দী রায়ের। অনুব্রত মণ্ডল, স্বমহিমায় এবং শান্ত বললেও ইঙ্গিত করে দিয়েছেন নিজের কথায়। অনুব্রত না থাকায় শূন্যতার কথাও স্বীকার করেছেন শতাব্দী।
বিকাশ রায়চৌধুরীর চেয়ারে তিনি বসেছিলেন।সেই প্রসঙ্গে বলতে গিয়ে শতাব্দীর মন্তব্য, পলিটিশিয়নদের চেয়ার ছাড়তে নেই। তবে কি ইঙ্গিত অনুব্রত মণ্ডলের দিকেই করেছেন শতাব্দী? অনুব্রত ফিরতেই কি বীরভূম তৃণমূলে অশান্তি ছড়াচ্ছে?