
বাগুইআটিতে হেলে পড়ল বাড়ি, মাটির নিচে দুর্নীতি?
এবার পালা বাগুইআটির। একটি নয় , দুটি ফ্ল্যাট বাড়ি হেলে পড়েছে বাগুইআটির জগতপুর এলাকায়। টেংরা বাঘা যতীনের পর পালা এবার বাগুইআটির। বিধান নগর পুরসভার তিন নম্বর ওয়ার্ডে এবং ২৩ নম্বর ওয়ার্ডের একটি করে বাড়ি হেলে পড়েছে। বিষয়টি জানাজানি হতেই ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুঙ্কু মন্ডল বাড়িটি দেখতে যান। লিখিত অভিযোগ করেন তিনি বিধাননগর পৌরসভায়। মেয়র…