
প্রায় ১৬ বছর আগে হওয়া চুক্তি মেনে ভারতে পরমাণু চুল্লি বসাবে আমেরিকা।
দুঁদে প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির আমেরিকার সফরের পর যেন আরও শক্তিশালী হয়ে ফিরল ভারত। পরমাণু শক্তি মিশন গড়ার ঘোষণা আগেই করেছিলেন অর্থমন্ত্রী। এবার সেই ইতিবাচক দিকে এখনো এক ধাপ যেন এগিয়ে দিয়ে এলেন নরেন্দ্র মোদি। ভারতে পরমাণু চুল্লির সংখ্যা বাড়াবে আমেরিকা। প্রায় ১৬ বছর আগে হওয়া চুক্তি মেনে পরমাণু চুল্লি বসাবে আমেরিকা।চীন বাংলাদেশ পাকিস্তানের মতো ভারতকে…