
ইভটিজিং-এ অনড় নৃত্যশিল্পী সুতন্দ্রার মা। দুই গাড়ির প্রত্যেককে গ্রেফতারের দাবি। সুতন্দ্রার গাড়ির চালকের বয়ান বদল নিয়ে প্রশ্ন
চন্দননগর থানায় সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় নতুন করে অভিযোগ দায়ের করেন শনিবার বিকেলে। এর সাথে ইভটিজিং ই হয়েছিল এবং সেই কারণেই গাড়ি দুর্ঘটনায় মেয়ে সুতন্দ্রার মৃত্যু হয়েছে বলে দাবি মায়ের। দুর্ঘটনার দিন সুতন্দ্রার সঙ্গীরা এবং গাড়ির চালক দাবি করেছিল যে, ইভটিজিং হয়েছিল এবং তাদের গাড়িতে ধাক্কা মেরে তাদের গাড়িকে ধাওয়া করাও হয়েছিল। সার্ভিস রোডে পৌঁছলে…