
পিছিয়ে পড়া বকখালি পর্যটন শিল্পে পার্কিংয়ের ফি’ বাড়িয়ে নামখানা পঞ্চায়েত সমিতি নতুন সমস্যা তৈরি করল। দাবী পঞ্চায়েতের।
রবীন্দ্রনাথ মন্ডল : বকখালিতে পর্যটকদের গাড়ি পার্কিংয়ের দখল নেবে কে? আজ সকালে সেটা নিয়ে ধুম ধূমার কাণ্ড বেধে গেল বকখালিতে। এতদিন পর্যন্ত বকখালির গাড়ি পার্কিং ব্যবস্থা চালিয়ে আসছিল স্থানীয় ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। শেষ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাত থেকে পঞ্চায়েতে বিজেপির দখলে যায়। তারপর থেকেই পার্কিং দখল নিয়ে রীতিমতো পঞ্চায়েত সমিতির সঙ্গে পঞ্চায়েতের একটা দড়ি টানাটানি…