
অসমে অব্যাহত উদ্ধারকাজ
অসমের কয়লা খনিতে নৌ সেনার প্রশিক্ষিত দল। তারা এলেন চার দিন ধরে আটকে থাকা ৮ জন শ্রমিককে উদ্ধার করতে। সোমবার অসমের উমরাংসোর কয়লার খোঁজে সোমবার নেমেছিলেন শ্রমিকেরা। হঠাৎই খনিতে জল ঢুকতে শুরু করে। তার ফলেই ভেতরে আটকে পড়েছিলেন তারা। অসমের দিমা হাসাও জেলার অন্তর্গত শিল্পশহর উমরাংসোর অবৈধ কয়লা খনিতে আটকে পড়েছিলেন মোট নয়জন শ্রমিক। প্লাবিত…