মুর্শিদাবাদ। সাম্প্রদায়িকতার আঁচে তপ্ত বাংলার একাংশ। এই আবহে পথে বাংলা পক্ষ। অভিযুক্ত সকলের গ্রেফতারির দাবিতে ও পুলিসের অ্যাকশনের দাবিতে বাংলা পক্ষর মিছিল। দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় থেকে মিছিল বের হয় মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টেয়।
মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। মিছিলে হাঁটেন সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চ্যাটার্জী, সৌম্যকান্তি ঘোড়ই, শিল্পী পক্ষর অধিকর্তা প্রবাল চক্রবর্তী সহ নানা নেতৃত্ব৷
তাদের দাবি, বাঙালিকে ঐক্যবদ্ধ হয়ে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে।
ভোটের অঙ্কে কোনও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় নয়। বাঙালি, রক্তে ভোট গোনা না। আমরা চাই বাঙালির সহাবস্থানের বাংলা। ধর্মীয় মৌলবাদ বাঙালির মধ্যে বিভাজন করে। কিন্তু বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি বাঙালিকে জোড়ে৷