পথ অবরোধ। ঝাড়গ্রামে পাঁচ নম্বর রাজ্য সড়ক কলেজ মোড়ে। জ্বলল আগুনও।
হাওড়ার বেলগাছিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হামলার অভিযোগ ওঠে। প্রতিবাদে সোমবার রাতে ঝাড়গ্রামের কলেজ মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা। যার ফলে পাঁচ নম্বর রাজ্য সড়কে সমস্ত যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।
বেলগাছিয়াতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর পুলিশ হামলার অভিযোগ তুলেছেন তিনি নিজেই। তাই বিকেল বলছে, বাংলায় গণতন্ত্র বিপন্ন হয়ে গেছে। তাই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর পুলিশী হামলার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে ঝাড়গ্রাম শহরের কলেজ মোড়ে পাঁচ নম্বর রাজ্য সড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে বিজেপির পক্ষ্য থেকে জানান হয়। বিজেপির পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ।