মঙ্গলবার দুপুরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। তার এক্স হ্যান্ডেলে জঙ্গিদের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন তিনি।
ইতিমধ্যে অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। অক্ষয় কুমার তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “জঙ্গি হামলার খবর শুনে আমি ভীত। পহেলগাঁও- এ পর্যটকদের এভাবে হত্যা করা নিছক জঘন্য কাজ। এদের পরিবারের জন্য আমি প্রার্থনা করি।”
দেশভর এই খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জঙ্গি হামলার নিন্দা করে নিজের এক্স হান্ডেলে লিখেছেন, “তীব্র নিন্দা জানাচ্ছি জম্মু কাশ্মীরের জঙ্গি হামলার। যারা প্রিয়জনদের হারালেন তাদের জন্য সমবেদনা। এই জঘন্য কাজে কাউকেই ছাড়া হবে না। আমাদের লড়াই আরো জোরদার করতে হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”
সোনমার্গ থেকে পহেলগাঁও, ডাললেক থেকে টিউলিপ গার্ডেন ইত্যাদি এলাকা এই মরসুমে পর্যটকে ভরা থাকে। এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে জঙ্গিরা। গোয়েন্দা সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ১লা এপ্রিল থেকে ৭ই এপ্রিল পর্যন্ত রেইকি চালিয়েছিল জঙ্গিরা। শেষ পর্যন্ত বেছে নিয়েছিল পহেলগাঁওয়ের বৈসারণ ভ্যালি। দু তিনটি দলে ভাগ হয়ে তারা প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে। মৃত্যু হয়েছে অন্তত ২৬ জনের।