সরকারি বাস চালকদের ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ঘোষণা করল রাজ্য সরকার। জারি করা হলো নির্দেশিকা। চুক্তির ভিত্তিতে পারিশ্রমিক সংশোধনের বিষয়টি বিবেচনা করেছে।।
প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে:
১) ১ জানুয়ারি , ২০২৫ থেকে কার্যকর হওয়া চুক্তি অনুযায়ী

বিভাগ: i) চুক্তিভিত্তিক ড্রাইভার দের প্রাথমিক ব্যস্ততার উপর ১৬ হাজার, ii) পাঁচ বছরের এংগেজমেন্ট থাকলে এবং কুড়ি বছর পূর্ণ হলে ৩৮ হাজার টাকা, iii) কোন বিরোধী ছাড়া প্রাথমিকে নিযুক্ত হওয়ার পর থেকে বছরের সংখ্যার উপর ভিত্তি করে সংশোধিত পারিশ্রমিক কাঠামো নির্ধারণ করা যেতে পারে। iv) এজেন্সির মাধ্যমে নিয়োগ করা ড্রাইভারদের মূল পারিশ্রমিক হবে ১৬ হাজার টাকা প্রতি মাসে
সমস্ত শর্ত পূরণ করা হয়েছে কিনা তা বিবেচনার পরই এই নির্দেশিকা লাগু হবে।