Partha Chatterjee: জামিন পেয়ে গেলেন পার্থ?

Spread the love

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন দেখেছে রাজ্য।সিবিআইয়ের করা মামলায় পার্থ চ্যাটার্জিদের জামিনের আবেদন আপাতত গৃহীত হল না। আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ জামিনের আর্জি খারিজ করে দেওয়ায় আপাতত এই মামলা থেকে নিস্তার পাচ্ছেন না পার্থ। এক কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্‌হা, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোককুমার সাহারা।নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের করা মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ-সহ ৯জন। বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ গত ২০ নভেম্বর এই মামলার রায় দেয়। বিচারপতি বন্দ্যোপাধ্যায় ৯ জনেরই জামিন মঞ্জুর করেন। কিন্তু বিচারপতি সিংহ রায় তাঁর সঙ্গে একমত হতে পারেননি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *