দিঘার জগন্নাথ মন্দিরকে কি ধাম বলা যায়? শাস্ত্র কী বলছে, জানিয়েছেন ইসকনের সহ-সভাপতি রাধারমন দাস

Spread the love

দিঘায় জগন্নাথ ধাম নাকি মন্দির। এই নিয়ে বিতর্ক জোরদার। রাজনীতি করতে বহু কথা উঠছে। কিন্তু হিন্দু শাস্ত্র কী বলছে জানেন? এর ব্যাখ্যা দিয়েছেন কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারমন দাস। তাঁর কথায়,
আমাদের শাস্ত্র মতে ঈশ্বর যেখানেই অধিষ্ঠাত্রী, সেই জায়গাকে ধাম বলা হয়। হিন্দু মতে আমাদের চারটি ধাম রয়েছে – ১) পুরীর জগন্নাথ ধাম, ২) বদ্রীনাথ ধাম, ৩) রামেশ্বরম এবং ৪) দ্বারকা। এছাড়াও অন্য তীর্থ স্থানগুলিকেও আমরা ধাম বলতেই পারি, যেমন নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম। যারা ধামের অর্থ বোঝেন তাঁরা জানেন, ঈশ্বর বিরাজমান হলেই তাঁকে ধাম বলা যায়। আর দিঘায় তো প্রভু জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠা করা হয়েছে। তাই দিঘায় জগন্নাথ ধাম নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাঁরা তো ঈশ্বরের অস্তিত্বের উপর প্রশ্নচিহ্ন দিয়ে দিচ্ছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *