
রণদীপ হুডার চোখে ‘পাঁচতারা নাটক’! মণিপুরী নিয়মে বিয়ে, মাটিতে বসে পুজো, সঙ্গে ‘অদ্ভুত’ এক নিয়ম
রণদীপ হুডা ও লিন লাইশরামের বিয়ে নিয়ে ফের চর্চা। তবে এবার অন্যভাবে। মণিপুরে মেইতেই রীতিতে বিয়ে করতে গিয়ে ঠিক কতটা ‘ভিন্ন’ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তা নিজেই জানালেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি পোস্ট করে রণদীপ জানিয়েছেন, “এটা ছিল পাঁচ তারকা নাটক!” রণদীপ জানান, বিয়ের দিন তিনি ‘দেবতা’ হিসাবে পুজো মণ্ডপে বসেছিলেন। সেই কারণে…