
আদানির তত্ত্বাবধানে কুমোরটুলি ঘাট! গঙ্গার ধারে কর্পোরেট ছোঁয়ার নতুন অধ্যায়
গঙ্গার ধারে একদিকে প্রতিমা গড়ার ঠাকুরমশাইয়ের ঘাম, অন্যদিকে বিসর্জনের ব্যস্ততা—এই ছবি কলকাতার কুমোরটুলি ঘাটের চিরচেনা রূপ। এবার সেই ঘাটই পেতে চলেছে নতুন সাজ। সৌন্দর্যায়নের দায়িত্ব যাচ্ছে আদানি গোষ্ঠীর হাতে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সবুজ সঙ্কেত মিলেছে। নতুন করে ঢেলে সাজানো হবে ঘাটের পরিকাঠামো। আলো, সুরক্ষা, নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে বসার জায়গা—সবই বদলে যাবে। বহু…