
শিশুদের ভুল ইঞ্জেকশন? তেহট্টে উত্তেজনা
তেহট্ট মহকুমা হাসপাতালে। নদিয়ায়। সেখানে শিশু বিভাগের চিকিৎসাধীন ৯ শিশুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ছড়ায় উত্তেজনা। ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগে রোগীর পরিবারের। হাসপাতাল চত্বরে তুমুল বিক্ষোভ, উত্তেলনা। হাসপাতাল ও রোগীর পরিজনের দাবি, সোম বড় হাসপাতালে শিশু বিভাগের চিকিৎসারত শিশুদের মধ্যে হঠাৎই জ্বর ও কাঁপুনির উপসর্গ দেখা যায়। একইসঙ্গে ৯ শিশুর একই উপসর্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে।…