আদালত থেকে বেরোনোর সময় সঞ্জয়ের বিস্ফোরক বক্তব্যে,রাজ্য রাজনীতিতে নতুন রসায়ন তৈরি হতে শুরু হয়েছে।
শঙ্কু সাঁতরা : “আমাকে ভয় দেখানো হচ্ছে। আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি। অন্যদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসানো হচ্ছে। ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলেছিল। ” শিয়ালদা আদালত থেকে জেলের কালো জাল গাড়িটি বেরোনোর সময় চিৎকার করে বলে যাচ্ছিল সঞ্জয় রায়। এ সেই সঞ্জয় রায়। যিনি সিভিক ভলেন্টিয়ার। আরজি কর মেডিকেল কলেজে ডাক্তার খুন…