দুষ্প্রাপ্য পাথরের কালী মূর্তি তৈরি হচ্ছে বাঁকুড়ার গ্রামে।
সোহম রক্ষিত, বাঁকুড়া: পুরীর মন্দির তৈরি হয়েছে যে পাথরে সেইরকম পাথর দিয়ে শুশুনিয়া গ্রামে তৈরি হচ্ছে মা কালীর প্রতিমা সামনে কালীপুজো, শুশুনিয়ার পাথর শিল্পীরা তৈরি করছেন পাথরের মা কালীর প্রতিমা। সেগুলি পৌঁছে যাবে বিভিন্ন মন্দিরে। শুশুনিয়ার শিল্পীর তৈরি মা কালীর মূর্তি পুজিত হবেন বিভিন্ন কালীমন্দিরে। বাঁকুড়া শুশুনিয়া পাহাড় এলাকার পাথর শিল্পীদের খ্যাতি বিশ্বজোড়া। ইতিমধ্যেই…