
আবার ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা! অল্পের জন্য রক্ষা পেল ক্যানিং লোকাল
এবার লোকাল ট্রেন। বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারতো আপ ক্যানিং লোকাল। শুধুমাত্র চালকের কারণে বড় দুর্ঘটনা থেকে রক্ষা। শিয়ালদা স্টেশনের কাছে মতিঝিল। সেখানেই ছিল আপ ক্যানিং লোকাল। এক সংবাদ মাধ্যমের দাবি, আস্ত রেললাইন বেঁকে গিয়েছিল।শিয়ালদা ঢোকার মুখে আপ ক্যানিং লোকালের চালক দেখতে পান, সামনের রেললাইন বেঁকে গেছে। দু নম্বর লাইনের এই অবস্থা ছিল বলে অভিযোগ।…