
26/11: মুম্বই হামলার অন্যতম রানা ফিরছে ভারতে, তার সঙ্গে কী করবে ভারত সরকার?
প্রায় দেড় দশক আগে মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডনির সঙ্গী তাহাউর রানাকে পাওয়ার জন্য ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল ভারত। তা অবশেষে মঞ্জুর করেছে ওয়াশিংটন। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রানাকে ভারত হাতে পেতে চলেছে।বাইডেন সরকারের আবেদন মেনে ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চ রানার প্রত্যর্পণে সায় দিয়েছে।ওয়াশিংটনের ফেডারেল আদালত ২০২৩…