
গঙ্গাসাগর মেলার মূল প্রতিবন্ধকতা হল মুড়ি গঙ্গা নদী। সেই নদীর পলি কাটার কাজ শুরু হল।
নিজস্ব প্রতিনিধি :সাগর মেলার সময় পুণ্যার্থীদের কাছে ভোগান্তির মূল কারণ হয়ে দাঁড়ায় কাকদ্বীপের মুড়ি গঙ্গা নদীর চর পড়ে যাওয়া নিয়ে। নদীতে ক্রমাগত পলি জমার কারণে ভাটার সময় দিনে প্রায় ৬ ঘন্টা মত যাত্রীবাহী ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। ফলে মেলার সময় কাকদ্বীপের লট নং ৮ ও সাগরের কচু বেড়িয়ায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আটকে থাকে। ফলে…