
বাংলার আবাস প্রকল্পে কলকাতা পুরসভা আবাসিক দের বাড়ি দেবে: মেয়র
বৃহস্পতিবার ট্যংরার ১১/২ ক্রিস্টোফার রোডের হেরে পড়া বহুতল ভাঙার কাজ শুরু হয়নি। যদিও শুক্রবার কাউন্সিলর সন্দীপন সাহার মধ্যস্ততায় ছয় তলা বাড়ির ছাদ ভাঙা শুরু হলো কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, যদি আবাসিকরা আবেদন করেন, তাহলে বাংলার আবাস প্রকল্পে কলকাতা পুরসভা আবাসিক দের বাড়ি দেবে।শুক্রবার আবাসিকরা বাড়ি ভাঙার লোকজন আসতেই বিক্ষোভ শুরু করে। কিন্তু কাউন্সিলার সন্দীপন…