
কলকাতায় প্রিন্সেপ ঘাটে বেড়াতে গেলে এক টাকার জিনিস, পাঁচ টাকা দিয়ে কিনতে হয়। সাধারণ ছোট কাপে দুধ চা’ কুড়ি টাকার নিচে পাওয়া যায় না। এগুলো দেখ ভালের দায়িত্ব কার?
নিজস্ব সংবাদদাতা:কলকাতার বেশ কয়েকটি জায়গায় বেড়াতে গেলে রীতিমতো পকেট ফাঁকা হয়ে যাবে আপনার। যার জন্য ভিক্টোরিয়া প্রিন্সেপ ঘাট মিলেনিয়াম পার্কের এই মত জায়গাতে গুলোতে দেখা যায় বাড়ি থেকে টিফিন তৈরি করে নিয়ে অনেকেই বেড়াতে যান। কারণ ,ওই সমস্ত জায়গাগুলোতে যে সমস্ত খাবারের স্টল রয়েছে ।সেখানে খাবারের দাম আকাশচুম্বী। যার ফলে ,দুজন কিংবা তিনজন বেড়াতে গেলে…