
সুশান্তকাণ্ডে চলছে গ্রেফতারি
বিহারের জামুইয়ের বাসিন্দা বছর ৪৪ এর মহম্মদ আদিল হুসেন পুলিসের জালে। আবু ধাবি থেকে ফেরার পথে কলকাতা বিমানবন্দর থেকে ধৃত। আবু ধাবিতে গা ঢাকা দিয়েছে আদিল, জানতে পেরে লুকআউট নোটিস জারি করা হয় আদিলেন নামে। কিন্তু ধৃত তা জানতো না। পুলিস সূত্রে খবর, আদিলের পাসপোর্ট ছিল বিহারের ঠিকানায়। তা রিনিউ না করে ফ্রেস পাসপোর্ট ইস্যু…