
TMC: উত্তর দখলে মরিয়া তৃণমূল, ছুটছে চা বলয়ে
চা বলয়কে হাতিয়ার করে উত্তরবঙ্গে ফুলেফেঁপে উঠতে চাইছে তৃণমূল। চা বলয়ে ছাব্বিশের ঘুঁটি সাজাতে বুথওয়াড়ি সম্মেলনে জোর। কোন্ বুথে জয়, কোন্ বুথে হাড্ডাহাড্ডি লড়াই, কোন্ ফর্মুলায় জয়, চা শ্রমিকদের কী সমস্যা- তা বুঝতে পথে নামাই ভরসা। প্রথমে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ৪৮৩টি বুথ ধরে ৩ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ‘লাইন মিটিং’ চলবে। হিসেব বলছে, ২০১৯ সালে…