
Suvendu Adhikari: ভাঙছে শুভেন্দুর সাম্রাজ্য? বিজেপি ছাড়ছেন বহু নেতা, কী ভাবছেন বিরোধী দলনেতা?
বিজেপিতে ভাঙন। তাও আবার শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে। জেলা বিজেপি সদস্য সহ ৫০ জন দলত্যাগ করেছেন বলে সূত্রের খবর। জেলা বিজেপি সদস্য অশোক করণের দলত্যাগ এবং নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের পদত্যাগও হয়েছে। তাদের মতে দুর্নীতির আখড়া, দলের ব্যবহার এবং বর্তমানে যে পরিস্থিতি নন্দীগ্রামে তৈরি হয়েছে তারা সেটা চান না। আসন্ন বিধানসভা ভোটের কথা…