
দিঘায় জয় জগন্নাথ…
উদ্বোধন করলেন মমতা মঙ্গলে মহাযজ্ঞ। তারপরের দিনই দ্বারোদ্ঘাটন। একেবারে তারকা খচিত উদ্বোধন। কেমন দেখতে এই মন্দির, জানেন?পুরীর মন্দিরের আদলে সম্পূরা ঘরানায় তৈরি দিঘার জগন্নাথ মন্দির রাজস্থানের গোলাপী বেলেপাথর দিয়ে তৈরি এই মন্দির দিঘার জগন্নাথ মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন ৪০০ শ্রমিক এঁদের অনেকেই অযোধ্যায় রামমন্দির নির্মাণে যুক্ত ছিলেন দিঘার মন্দিরে পাথরের জগন্নাথ মূর্তির পুজো হবে…