সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে মজার মজার কার্টুন ছবি। সাধারণ থেকে সেলিব্রিটি সবাই এখন ঘিবলি জ্বরে আক্রান্ত।
কিন্তু এই ঘিবলির জনপ্রিয়তার কারণেই নাজেহাল অবস্থা তাদের কর্মচারীদের। “চ্যাটজিপিটি”র প্রধান স্যাম অল্টম্যান এমনটাই বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায়।
বিশ্বব্যাপী গিমলির বিপুল জনপ্রিয়তা সংস্থা সার্ভারে বিশাল চাপ বাড়িয়েছে। গত বৃহস্পতিবার চ্যাটজিপিটি কর্ণধার জানিয়েছেন, চ্যাটজিটিপির ইমেজ জেনারেটরের বিপুল চাহিদার কারণে ওপেন এ আইয়ের জিপি ইউ গুলি গলে যাচ্ছে। তাই ছবি তৈরীর সীমা নির্ধারণ করার বিষয়ে তারা চিন্তাভাবনা শুরু করেছেন। প্রত্যেক গ্রাহক প্রতিদিন তিনটি করে ছবি তৈরি করতে পারবেন।