এ বছরেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে কালীঘাট মন্দিরের স্কাইওয়াক। কাজ প্রায় শেষের দিকে। নবান্নের সাংবাদিক বৈঠকে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১৪ই এপ্রিল স্কাইওয়াকের উদ্বোধন হবে। এছা ড়াও দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি। উদাহরণস্বরূপ কুম্ভমেলার বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর।
২০১৮ সালের নভেম্বর মাসে দক্ষিণেশ্বরের রানী রাসমণি স্কাইওয়াকের উদ্বোধনের দিনই কালীঘাটের স্কাইওয়াক তৈরি সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার দক্ষিণেশ্বরের মতো কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করেছিল। এস পি মুখার্জির রোড থেকে কালীঘাট টেম্পেল রোড পর্যন্ত প্রায় সাড়ে ৪০০ মিটার লম্বা স্কাইওয়াক তৈরীর বরাত দেওয়া হয় এবং ঠিক হয় তিন জোড়ার চলমান সিড়িও থাকবে স্কাইওয়াকে ওঠার জন্য।
দোকানপাট সরানো , হকারদের আপত্তি ,এসবের জন্য ২০২১ সালের শেষ দিক পর্যন্ত সময় লেগে যায়। ২০২২ সালের জানুয়ারি মাস থেকে কাজ শুরু হয় এবং বর্তমানে কাজ প্রায় শেষের পথে। ১৪ এপ্রিল ২০২৫ কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৩০ শে এপ্রিল দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা। ঐদিন দীঘায় প্রচুর মানুষের জমায়েত হবার সম্ভাবনা রয়েছে বলে জনসাধারণকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। যারা গাড়ি নিয়ে যাবেন তাদের ২৮ এপ্রিলের মধ্যে পৌঁছে যেতে হবে দীঘায়। ২৯ তারিখ প্রতিষ্ঠা এবং ৩০ তারিখ উদ্বোধন।