মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে ৮ কোটি টাকা অনুমোদন করে চিঠি পাঠালেন। সন্দেশখালি প্রত্যন্ত গ্রামীন এলাকায় উন্নয়নের জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে।
২০২৪ এর ডিসেম্বরে সন্দেশখালি গিয়ে অনেক ক্ষেত্রে উন্নয়নের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিন মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিশ্রুতি রাখলেন। এই টাকা সন্দেশখালি গ্রামের হাসপাতালের উন্নয়নে খরচ করা হবে। শয্যা সংখ্যা বাড়িয়ে ৩০ থেকে ৬০ হবে।

সন্দেশখালি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন ৩০ শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবা যথেষ্ট নয়। তাই তার উন্নয়নে ৮ কোটি টাকা বরাদ্দ করা হয়।
বিধায়ক সুকুমার মাহাতো সংবাদ মাধ্যমে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কি পাঠিয়েছেন হাসপাতালে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে। টাকা বরাদ্দ হয়েছে এবং ঘোষণা অনুযায়ী ৩০ শয্যা সংখা বাড়িয়ে তার ৬০টি করা হবে। দ্রুত কাজ শুরু করতে তারা দায়বদ্ধ।
হাসপাতালের বি এম ও এইচ কৌশিক মন্ডল জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের কথা বলেছিলেন। তিনি ডিসেম্বরে এসে এখানে দেখে গিয়েছিলেন হাসপাতাল। এবার তা বাস্তবায়িত হয়েছে। ” এরপর মানুষকে ভালোভাবে চিকিৎসা দিতে পারবেন বলে বিশ্বাস করছেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো ও গ্রামীণ হাসপাতালের বি এম এইচ ও কৌশিক মন্ডল।