“অ্যাকশন মোডে” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষুব্ধ তিনি শহরে অগ্নিকাণ্ড নিয়ে

Spread the love

বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়বাজারের মেছুয়া ঘুরে সেখান থেকে সোজা যান পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে। সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা, আরো অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সঙ্গী ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে পৌঁছে মুখ্যমন্ত্রী চক্ষু চড়কগাছ। রেগে আগুন তিনি। কারণ ম্যগমা হাউসের সামনে ২৪টি গ্যাস সিলিন্ডার থরে থরে সাজানো।সেখান থেকে সরাসরি নির্দেশ দেন, কোনও ভাবেই রেস্তোরাঁর ছাদ বন্ধ করা যাবে না। এত সিলিন্ডার বিস্ফোরণ হলে ৫০,০০০ এর কাছাকাছি লোক মারা যাবে। তখন আগুন লাগলে দমকল কি করবে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ইমারজেন্সি মিটিং করবে কলকাতার মেয়র, কলকাতার পুলিশ কমিশনার দমকল কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর হঠাৎ ম্যাগমা হাউস পরিদর্শন নিয়ে অনেকেই প্রশ্ন করছেন তাকে। উত্তরে তিনি সাফ সাফ জানান, “আমি কোন একজনের থেকে শুনেছিলাম। সে কয়েকদিন আগে এসেছিল এবং বলেছিল অবিলম্বে ব্যবস্থা করো। ছোট্ট একটা সিঁড়ি। আগুন লাগলে কেউ নামতে পারবে না। লিফটে লোকে যাতায়াত করে। লোক তো জানেনা। আগুন লাগলে কেউ ওঠানামা করলে তা বিপদজনক।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *