বাংলাদেশের মতো এ রাজ্যেও অশান্তি এবং নৈরাজ্যকে হাতিয়ার করে হিংসার উস্কানি দিতে চেয়েছে বিরোধী পক্ষ। মঙ্গলবার বিধানসভায় বিজেপিকে রীতিমতো তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, “আমরা আছি বলেই রাজ্যটা এখনো শান্ত।” বিজেপির করা সরস্বতী পূজো নিয়ে অভিযোগের জবাব দিতে বিধানসভায় রীতিমতো মুখ্যমন্ত্রী বিজেপিকে তুলোধোনা করলেন।
বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা আছি বলেই বাংলায় এখনো শান্ত আছে। বাংলাদেশে এই পরিস্থিতির পরও তার আঁচ এই রাজ্যে পড়েনি। এটা সর্বধর্ম সমন্বয়ের বাংলা। এটার সব ধর্মের দান। সব জাতির মানুষের দান।”
শুভেন্দু অধিকারী কে নিশানা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আপনারা তো বর্ডারে গিয়ে উস্কে ছিলেন। বাংলার মানুষকে উস্কে ছিলেন। ভুলে গিয়েছিলেন বাংলাটা দেশের মধ্যেই, দেশের বাইরে নয়।”
সারা ভারতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিম বাংলা, মুখ্যমন্ত্রী এমনটাই মনে করেন। বাংলার সঙ্গে একাধিক রাষ্ট্রের সীমান্ত এলাকাযুক্ত। পূর্ব ভারতের প্রবেশ পথ এই বাংলা। সাথে সিকিমেরও প্রবেশ পথ এই বাংলা। মুখ্যমন্ত্রীর কথায় বাংলা অভ্যন্তরীণ ও বৈদেশিক দুই নিরাপত্তার জন্য এই বেশ গুরুত্বপূর্ণ।
বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন , “আমরা আছি বলেই দেশের কোন ব্যাপারে বাংলা প্রশ্ন তোলে না। আপনারা আমায় জঙ্গিদের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন। আমার মরে যাওয়া ভালো। আমি চাই সব দেশ ভালো থাকুক, বাংলাদেশ ভালো থাকুক।”