বাংলা জুড়ে কেন্দ্রের ওয়াকফ আইনের বিরুদ্ধে বিরোধিতা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কেন্দ্রের এই আইন মেনে নেওয়া হচ্ছে না। এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই আগামী বুধবার ইমাম ও সমাজের বিশিষ্ট সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। পরবর্তী পদক্ষেপ তিনি তার পরেই নেবেন।
ওয়াকফ নিয়ে বাংলায় প্রতিবাদ চলছে। এই বিল জোর করে কেন্দ্র পাস করিয়েছে বলে সংখ্যালঘু সমাজ রাস্তায় নেমেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে প্ররোচনায় পা না দেওয়ার কথাই বলা হয়েছে জনসাধারণের উদ্দেশ্যে।
কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে ধর্মীয় আবেগকে আঘাত করে এই বিল পাস করিয়েছে তাকে তৃণমূল কংগ্রেস কখনোই সমর্থন করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন বাংলায় এই আইন বাস্তবায়িত হবে না। গণতান্ত্রিকভাবে সংখ্যালঘুদের প্রতিবাদ করতে বলেছেন মুখ্যমন্ত্রী।