সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীনবন্ধু মঞ্চে সিনার্জি অনুষ্ঠানে যোগ দেবেন। তাই সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তার একাধিক কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রীর এই শহরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়িকে। মুখ্যমন্ত্রীর এবারের সফর তিন দিনের। সোমবার দীনবন্ধু মঞ্চের কর্মসূচি, মঙ্গলবার রয়েছে ফুলবাড়ীর ভিডিওকন মাঠে সরকারি পরিষেবা অনুষ্ঠান এবং বুধবার প্রশাসনিক বৈঠক উত্তর কন্যায়। কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী সোমবার। থাকবেন তিনি উত্তরকন্যার পাশে কন্যাশ্রীতে। ইতিমধ্যেই মুখমন্ত্রীর সফরের প্রস্তুতি দেখতে রবিবার ফুলবাড়িতে হাজির হন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি জানান, “মুখ্যমন্ত্রী আসামী উন্নয়নের জোয়ার বয়ে যাওয়া। তার আসার জন্য উত্তর বঙ্গবাসী অধীর আগ্রহে অপেক্ষা করেন। কারণ তিনি কখনো খালি হাতে আসেন না। এখনই আসেন উজাড় করে দিয়ে যান। এর আগে কোন মুখ্যমন্ত্রী এতবার আসেননি।”সোমবার শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন দীনবন্ধু মঞ্চে। উত্তরবঙ্গে শিল্প সম্ভাবনার কথা তুলে ধরবে রাজ্য সরকার দেশ বিদেশের বিভিন্ন বিনিয়োগকারীদের সামনে। ক্ষুদ্র শিল্পের নানা দিক তুলে ধরা হবে। হস্তশিল্প নিয়েও কথা হবে। এছাড়াও পর্যটন শিল্প ও চা শিল্প থাকছেই। বিনিয়োগকারীদের থেকেও নানা সমস্যার কথা শুনবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার যোগ দেবেন ফুলবাড়ীর ভিডিও কন মাঠে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের মানুষের জন্য নানা প্রকল্পের সুবিধার তুলে দেবেন তিনি। বুধবার রয়েছে উত্তর কন্যায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। উত্তরের সব জেলায় এই বৈঠকে যোগ দেবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *