খবরের সত্যতা যাচাই করেনি INDINEWS24
মারাত্মক শীতের কবলে দিল্লি সহ সম্পূর্ণ উত্তর ভারত। সকাল প্রায় মেঘাচ্ছন্ন বললেই চলে। ঘন কুয়াশার কারণে দিল্লি সহ প্রায় সমস্ত উত্তর ভারতেই দেরিতে চলছে রেল পরিষেবা। এই বিপর্যয়ের কারণেই গন্তব্যে পৌঁছানোর আগেই সোমবার তিন বছরের এক শিশু প্রাণ হারালো। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল শিশুটিকে দিল্লির এমসে।
শিশুটি যে ট্রেনে ছিল তা প্রায় ১৩ ঘণ্টা দেরিতে চলছিল। লখনও পৌঁছানোর আগেই সে প্রাণ হারায়। একাধিক সংবাদমাধ্যমের দাবি, শিশুটির পিতা সাদ্দাম দাবি করেছেন, সঠিক সময়ে যদি দিল্লি পৌঁছানো যেত, তাহলে শিশুটি বেঁচে যেত।
উত্তরপ্রদেশের দেউরিয়ার বাসিন্দা সাদ্দাম। তিন বছরের মেয়ের নিউমোনিয়া হয়েছিল। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে দিল্লির এমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সাদ্দাম। বারাউনি থেকে নয়া দিল্লির বিশেষ ট্রেনে চাপেন তারা। লক্ষ্নৌ পৌঁছানোর আগেই অবস্থার অবনতি হয় শিশুটির। তা দেখে একজন সহযাত্রী হর্ষ ভরদ্বাজ এক্স হ্যান্ডেল এ পোস্ট করেন ভারতীয় রেলকে ট্যাগ করে।