বড়দিনে বদলাচ্ছে মেট্রোর সময়। বাড়তি মেট্রো চলবে রাতে। ২৫ ডিসেম্বর শেষ মেট্রোর সময়ে বদল। বুধবার বহু মানুষ পার্ক স্ট্রিটে ঘুরতে যাবেন। তাঁদের কথা ভেবেই বিশেষ ব্যবস্থা মেট্রো কর্তৃপক্ষের। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টায়। আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রোর সময় রাত ১০:৫৩ মিনিটে। শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ অর্থাৎ গ্রিন লাইনে মেট্রোর সময়ের কোনও পরিবর্তন নেই। হাওড়া ময়দান- এসপ্ল্যানাড রুটেও কোনও সময়বদল হচ্ছে না।
এক ঝলকে দেখে নেওয়া যাক প্রথম মেট্রো ছাড়ার সময়:
২৫ ডিসেম্বর, নোয়াপাড়া-কবি সুভাষ: সকাল ৬টা ৫০, কবি সুভাষ- দক্ষিণেশ্বর: সকাল ৬টা ৫০, দক্ষিণেশ্বর – কবি সুভাষ: সকাল ৬টা ৫৫, এবং টালিগঞ্জ – দক্ষিণেশ্বরগামী: সকাল ৬টা ৫৫ মিনিট। অর্থাৎ মেট্রো চলাচলের শুরুর সময় অপরিবর্তিত। সবমিলিয়ে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো রাতে ৯টা ৩৩ মিনিটের পরিবর্তে ১০টা ৫৩ মিনিটে ছাড়বে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে রাত ১০টা ৪৯ মিনিটে ছাড়বে। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটের বদলে রাত ১১টায় ছাড়বে।