ওষুধ ভেজাল কিনা স্ক্যান করলেই জানতে পারবেন গ্রাহক, এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ভবন

Spread the love

গ্রাহকদের সতর্ক করতে ওষুধের দোকানে নির্দিষ্ট ‘কিউ আর কোড’ ঝুলানো নির্দেশ দিতে চলেছে স্বাস্থ্য ভবন। কোড স্ক্যান করলেই জানা যাবে ওষুধ ভেজাল কিনা। এভাবেই গ্রাহকদেরকে সতর্ক করতে চাইছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর।

কলকাতা শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে জাল ওষুধ ধরা পড়ার পর স্বাস্থ্য দপ্তর করা কয়েকটি পদক্ষেপ নিতে চলেছে। এখনো পর্যন্ত প্রায় ৩০০ টির মতো ওষুধ জাল হিসেবে চিহ্নিত হয়েছে।

ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিউআর কোড পাঠানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য ভবন কে। এই ‘কিউ আর কোড’ স্ক্যান করে সন্দেহভাজন ওষুধ কিনে মানুষ যাতে প্রতারিত না হয় তাই এই পদক্ষেপ।

বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হয়েছে, ওষুধ দোকানে এলে তার তথ্য বিস্তারিতভাবে খতিয়ে দেখতে হবে ওষুধ বিক্রেতাকে। মিলিয়ে দেখার জন্য তারা ব্যবহার করবেন ‘কিউ আর কোড’। যদি চিহ্নিত করা ৩০০ টি ওষুধের মধ্যে মিলে যায়, তাহলে ধরে নিতে হবে তা নকল ওষুধ।

এছাড়াও কেন্দ্র সরকারের নির্দেশমতো হোলসেলারদের গোডাউনে এবং সমস্ত ওষুধের দোকানে কিউআর কোড লাগানো নির্দেশ দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *