গাঁজা উদ্ধারের মামলায় ৫ জনকে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত। এছাড়াও তাদের ১ লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের সাজা ঘোষণা। বুধবার তাদের দোষী সাব্যস্ত করেছিল বর্ধমানের মাদক সংক্রান্ত বিশেষ আদালত।
সাজা প্রাপ্তদের নাম হরেকৃষ্ণ বালা ওরফে মরণ বালা। তার ছেলে শুভঙ্কর বালা ওরফে শুভ। এছাড়াও খাম্বি সিং, খোয়াই বাকপম, বুম্বা সিং ও মতিলাল সিং। পূর্বস্থলী থানার দশঘড়িয়া পাড়ায় হরেকৃষ্ণ ও শুভঙ্করের বাড়ি। অসমের শান্তিপুর থানা এলাকায় খাম্বির বাড়ি। মণিপুরের বিষ্ণুপুরে খোয়াইয়ে বাকপমের বাড়ি। অপরজনের বাড়ি মণিপুরের কাওয়া থানা এলাকায়। গ্রেপ্তারের পর থেকে শুভঙ্কর ছাড়া বাকিরা জেলে ছিল। শুভঙ্করের জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। বুধবার তাকে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়।
বর্ধমানের মাদক সংক্রান্ত বিশেষ আদালতের বিচারক মনোজ কুমার রাই ৫ জনকে এনডিপিএস অ্যাক্টে বৃহস্পতিবার সাজা ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ৩০ জানুয়ারি মণিপুর থেকে একটি ট্রাকে করে পূর্বস্থলীতে গাঁজা আনা হচ্ছে বলে খবর পায় এসটিএফ। সেইমতো ঘটনার দিন দুপুর থেকে পূর্বস্থলীর সুলুন্টু মোড়ের কাছে নজরদারি শুরু করে এসটিএফ। হরেকৃষ্ণ বালা ওরফে মরণ বালা, তার ছেলে শুভঙ্কর বালার কাছে ওই গাঁজা আসছে বলে খবর ছিল। তাই তাদের আটক করা হয়। তারা এসটিএফের গোয়েন্দাদের ট্রাকটি চিনিয়ে দেয়।