ডিওয়াইএফআই-এর নেতৃত্বে বড়সড় পরিবর্তন। সরে গেলেন রাজ্য যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। রাজ্য সম্পাদক হয়েছেন ধ্রুবজ্যোতি সাহা। সভাপতির দায়িত্বে এসেছেন বর্ধমান লবির নেতা অমিতাভ চট্টোপাধ্যায়।
রাজনৈতিক মহলে এই রদবদলকে সিপিএমের ভবিষ্যৎ কৌশলের অংশ বলেই মনে করা হচ্ছে। তবে নেতৃত্বে এই রদবদলের সময়েই উঠে আসছে একাধিক প্রশ্ন। সম্মেলনে একাংশের আশঙ্কা—নিচুতলার সংগঠন কি আদৌ ধরে রাখা যাবে? বিশেষত, ছাত্র-যুব স্তরে সংগঠনের তলানিতে থাকা উপস্থিতি এবং ক্ষেত্রভিত্তিক আন্দোলনের অভাব ঘিরে দলের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে।
সূত্রের খবর, মীনাক্ষী মুখোপাধ্যায় নিজে থেকে পদ ছাড়ার কথা জানান। যদিও তাঁর ভূমিকা ভবিষ্যতে পার্টির মূল সংগঠনে বাড়তে পারে বলে জল্পনা। নতুন নেতৃত্বের হাতে আগামী লোকসভা ভোটের আগে রাজ্যের যুব রাজনীতি চাঙ্গা করার বড় দায়িত্ব থাকছে।
সিপিএম নেতৃত্ব এখন নিচুতলা সংগঠনকে পুনর্গঠনের দিকে মন দিচ্ছে। তবে বাস্তব ছবি কী, তা সময়ই বলবে।